মো. আবুল কালাম আজাদ : বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মহান মে দিবসে একইসাথে মে দিবস এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবার সন্ধ্যায় টাউন হল মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ এহতেশামুল আলম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়াও

অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ এহতেশামুল আলম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিকল্পনা ও নির্দেশনায় সাংস্কৃতিক পরিক্রমা পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কবি ফরিদ আহমদ দুলাল ও জোটের সদস্য সচিব ও সাংস্কৃতিক সংগঠক এড. আব্দুল মোত্তালেব লাল।

অনুষ্ঠান সঞ্চলায় ছিলেন জোট সদস্য দীপশিখা খান এবং জোট সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক মো. আবুল কালাম আজাদ।

সাংস্কৃতিক পরিবেশনায় সার্বিক শৃঙ্খলায় ছিলেন জোটের যুগ্ম আহ্বায়ক এড. এম এ কাশেম, শাহ সাইফুল আলম পান্নু, সাইফুল ইসলাম দুদু, সাইফুল এহসান জহির, জোট সদস্য ও অনসাম্বল থিয়েটারের সভাপতি নাট্যজন মো. আবুল মনসুর এবং জোট সদস্য কাশেম সরকার।

সমবেত কণ্ঠে ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদের মূর্ছনায় সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। তারপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন সংগঠন ও সংস্কৃতির বিভিন্ন বিভাগের শিল্পীবৃন্দ একক ও দ্বৈত সঙ্গীত, একক, দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করে। তাদের মধ্যে রয়েছেন শাহ্সাইফুল আলম পান্নু, আমিরুল ইসলাম সাগর, কণ্ঠরাজ ওবায়দুল হাসান অপু, তানিয়া, মিঠ– , সাজেদুল হাসান সাজু, নাজমুল হক লেলিন, সোহান মো. হানিফ, জয়ীতা ফাহমি, আল আমিন, মানস তালুকদার, জাকিয়া শম্পা, রতন, জামান, মনি, মিজান বাউলা, রাফি, সাগর তালুকদার, বাউল চান মিয়া, মতিউন নাহার মুক্তি ও প্রেয়সী।

অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে রয়েছে ময়মনসিংহ লোক কৃষ্টি সংস্থা, একাডেমি অব ফাইন আর্টস, নৃত্যগ্রাম, আওয়ামী শিল্পীগোষ্ঠী, সন্দীপন সাংস্কৃতিক সংস্থা, সম্প্রীতি সংস্থা, প্রতিশ্র“তি সাংস্কৃতিক সংঘ, অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন স্মৃতি পরিষদ, প্রেয়সী সাংস্কৃতিক একাডেমি।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ এহতেশামুল আলম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অতঃপর টাউন হল চত্বর কাঁপিয়ে তীর হারা এই ঢেউয়ের সাগর সুরের মূর্ছনায় সমবেত উচ্চারণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সর্বশেষ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনার যবনিকা টানে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আলহাজ এহতেশামুল আলম আগামী ঈদুল আযহায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আনন্দ আয়োজনের প্রস্তুতি গ্রহণের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটকে পরামর্শ প্রদান করেন।

সবশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কবি ফরিদ আহমদ দুলাল, সদস্য সচিব এড. আব্দুল মোত্তালেব লালসহ সকল শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।