নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে টাস্ক‌ফোর্স অ‌ভিযান প‌রিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে দুই জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে এই দন্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পোড়গাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) গ্রামের ফজর আলীর পুত্র ফারুক আহম্মেদ (৩৫) ও নন্নী ইউনিয়নের কয়রাকু‌ড়ি গ্রা‌মের নুর হোসেনের পুত্র কবির আহমেদ (২০)।

সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ও নন্নী ইউনিয়নে টাস্ক‌ফোর্স অ‌ভিযান প‌রিচালনা করেন। অ‌ভিযান প‌রিচালনাকা‌লে গাঁজা সেব‌নের অপরা‌ধে আন্ধারুপাড়া গ্রামের ফারুক আহ‌ম্মেদকে মাদক্রদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতা‌বেক ৬ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জ‌রিমানা করা হয়। একইসাথে কয়রাকুুড়ি গ্রামের মো: ক‌বির আহ‌মেদকে ইয়াবা সেব‌নের অপরা‌ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মো‌তাবেক ৩ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জ‌রিমানা করা হয়। এই টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নের সময় উপ‌স্থিত ছি‌লেন মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র শেরপুর জেলা কার্যাল‌য়ের ভারপ্রাপ্ত প‌রিদর্শক মো: এনামুল হকসহ অন‌্যান‌্য সদস‌্য ও না‌লিতাবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।