ভালুকা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ইং উদযাপন ভালুকা উপজেলা কমিটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন কলেজ,মাদ্রাসা, স্কুলের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঘোষণা করেছেন উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ ও সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) ভালুকা সরকারি কলেজ, (মাদ্রাসা) বড়চালা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, (স্কুল) হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও (কারিগড়ি) এ্যাপোলো ইন্সস্টিটিউট অব কম্পিউটার ।
শ্রেষ্ঠ (অধ্যক্ষ) কামরুজ্জামান তুহিন,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) আনোয়ারা নীনা, শ্রেষ্ঠ মাদ্রাসা (সুপার) শেখ আবুল বাশার, কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (অধ্যক্ষ) এ আর এম শামছুর রহমান।
শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (কলেজ) আবিদা তালুকাদার জেবিন, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (স্কুল এন্ড কলেজ) এম,এম কবির, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (স্কুল) হাসিন হাসনাত নাবিল, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (কারিগড়ি কলেজ) শাহিনূর আক্তার, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (কারিগড়ি স্কুল) সামিউল আলম,শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক(স্কুল) নাজমুল আলম, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (মাদ্রাসা) সফিকুল ইসলাম খান, শ্রেষ্ঠ স্কাউট শরীফা বেগম ও শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোয়াজ্জেম হোসেন ঢালী।