ভালুকা প্রতিনিধি : সারাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ভালুকায় উপজেলা উদযাপিত কমিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে ফলাফল বুধবার (১৭ মে) ঘোষণা করা হয়।

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ১৩ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

উপজেলায় এ বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা স্কুল পর্যায়ে ৯ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শরীফা বেগম ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ হাসি আক্তার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন।

শুধু তাই নয় অন্যান্য ইভেন্টেও চমক দেখিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জারি গান (ক গ্রুপ) ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা ও তার দল এবং জারি গান (খ গ্রুপ) মোছাঃ হাসি আক্তার ও তার দল। কবিতা আবৃত্তিতে ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা, একক বিতর্ক প্রতিযোগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আমিন লিয়া, উচ্চাঙ্গ সঙ্গীতে ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা, উচ্চাঙ্গ নৃত্যে ৯ম শ্রেণির শিক্ষার্থী লাবিবা তাকিয়া ঐন্দ্রিলা এবং লোক নৃত্যে ৯ম শ্রেণির লাবিবা তাকিয়া ঐন্দ্রিলা সেরা হয়েছেন।