স্টাফ রিপোর্টার : পুনরায় আবাসিক গ্যাস সংযোগ চালু করা, ব্রহ্মপুত্র নদ দ্রুত খননসহ ২৫ দফা দাবিতে ময়মনসিংহে নাগরিক অবস্থান কর্মসুচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন। রবিবার (২১ মে) সকালে নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসুচি পালন করে তারা।
কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেল লাইন স্থাপন, সকাল ও বিকেলে ঢাকা হতে ময়মনসিংহ দুই জোড়া আন্তঃনগর নতুন ট্রেন চালু, ৩ হাজার শয্যার হাসপাতালসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, দ্রুত বিভাগীয় শহরের কাজ শুরু, শহরের মাঝখান দিয়ে স্থাপিত রেললাইনটির বিকল্প ব্যবস্থা করা, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, পাবলিক ও টেক্সটাইল বিশ্ববিদ্যায় স্থাপন, প্রস্তাবিত শিশু হাসপাতালের কাজ দ্রুত শুরু করা, শেরপুর জেলাকে রেললাইনের আওতায় আনা, নারী উদ্যোক্তা পল্লী গড়ে তোলা, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তর, বিভাগীয় সদরে অর্থনৈতিক জোন স্থাপন ও শহরে একটি সংস্কৃতিপল্লী স্থাপনের দাবি জানান। অতিসত্ত্বর দাবিগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য সরকারের দৃষ্টি কামনা করেন।
জেলা নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, সিপিবি সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মান ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার ঐক্য ফেডারেশনের জেলা সহ সভাপতি রমজান আলী খন্দকার, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, জেলা নাগরিক আন্দোলন নেতা অধ্যক্ষ শাহাব উদ্দিন, আবুল কালাম, কাজী রানা, শরীফ খন্দকার, সহ রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ।