মোঃ আনোয়ারুল ইসলাম ভূঞাঁ : কিশোরগঞ্জের তাড়াইলে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির শ্রম বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বিতর্কিত এই নেতা গোলাম কবির।

অভিযোগকারী তারই নিজ গ্রামের প্রসেনজিৎ বিশ্বাস নামের এক যুবক। উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে প্রসেনজিৎ বিশ্বাসের দাদা কালিপদ বিশ্বাসের বসবাস ছিল স্বাধীনতার পূর্ব থেকেই।

পরবর্তীতে ঢাকায় হেমেন্দ্র দাস লেনে বসবাস শুরু করেন তিনি। ঢাকায় বসবাস করলেও এলাকায় নিজ সম্পত্তি দেখা শোনার জন্য মাঝে মধ্যেই নিজ গ্রাম বোরগাঁওয়ে যাওয়া আসা ছিল কালিপদ বিশ্বাসের। সে সময় ১৯৮৪ সালে জমি আর এস রেকর্ডের জন্য এলাকায় যাওয়ার পর কালিপদ বিশ্বাসকে প্রাণ নাশের হুমকি দেয় স্থানীয় লোকজন। মৃত্যুর ভয়ে পরবর্তীতে জমি বর্গা দিয়ে এলাকা ত্যাগ করে চলে যান কালিপদ বিশ্বাস।

বর্গা সূত্রে দখলদার বর্গা চাষীরা নিজেদের নামে আর এস রেকর্ডভূক্ত করে ফেলেন। কালিপদ বিশ্বাসের মৃত্যুর পর পৈতৃক সূত্রে জমির মালিক হোন কালিপদ বিশ্বাসের পুত্র যোগজীবন বিশ্বাস।

তিনি জমি দখলে গেলে সাবেক বর্গা চাষীরা নিজেদেরকে বর্গাকৃত জমির মালিকানা দাবি করেন। মালিকানার বিষয়ে যোগজীবন বিশ্বাস তাদের কাছে রেজিস্ট্রিকৃত কাগজপত্র চাইলে তারা কোন দলিলিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হোন। পরবর্তিতে যোগজীবন বিশ্বাস পৈতৃক সূত্রে পাওয়া বোরগাঁও মৌজা এলাকায় যার সি এস খতিয়ান নং, ৬৬২ ও দাগ নং, ৮৮৫ ও ৮৯৫। আর এস খতিয়ান নং, ১১০ ও দাগ নং ৫৩৮, ৪৯৭, ৫১১ ও ৫৪৭ ভূমির মধ্যে ১৭৩ শতাংশ জমি তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামের শরীফুল ইসলামের কাছে ২০১৩ সালে ৮ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেন। পরবর্তীতে বায়না পত্র দলিল করে আর এস রেকর্ড ভাঙ্গার জন্য কিশোরগঞ্জ ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালে যোগজীবন বিশ্বাস মামলা দায়ের করেন।

মামলা নং-৬৩০৫/২০১৪। মামলা দায়েরের পর জালিয়াতির মাধ্যমে জমি দখলে নেওয়ার জন্য অভিযুক্ত গোলাম কবির আর এস রেকর্ডমূলে জমির মালিকানা দাবি কারি প্রতারক প্রতারক বর্গা চাষীদের নিকট থেকে তার মায়ের নামে জমি ক্রয় করেন। পরবর্তীতে মায়ের নিকট থেকে পুনরায় গোলাম কবির নিজের নামে জমি রেজিষ্ট্রি করে মামলায় জবাব দাখিল ও জমির মালিকানা দাবি করে আসছে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।

হাইকোর্ট থেকে ৯ মে মামলা শেষ না হওয়া পর্যন্ত দুই পক্ষকে স্থিতাবস্থা দিয়েছে। হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করে জোরপূর্বক জমি থেকে মাটি কাটা ও স্থাপনা নির্মাণ করার পায়তারা করছে গোলাম কবির। যোগজীবন বিশ্বাস মারা যাওয়ায় নিজ সন্তান প্রসেনজিৎ বিশ্বাস বর্তমানে দেখাশোনা ও মামলা পরিচালনা করছেন। আর এ কারণে প্রসেনজিৎ বিশ্বাসকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ১৩ মে তাড়াইল থানায় প্রসেনজিৎ বিশ্বাস একটি সাধারণ ডায়রী (৫১৩ নং) করেন। এমন অবৈধ দখলবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ও সংখ্যালঘু পরিবারকে বাচাঁতে উর্ধ্বতন মহলের কাছে জোর দাবি জানান প্রসেনজিৎ বিশ্বাস।

অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম কবির বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ব্যাপারে এলাকায় মিথ্যা প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি বলেন বোরগাঁও এলাকায় মূলত তার মোট ৫০ শতাংশ জমি রয়েছে। ওই জমিতেই তিনি মাটি খনন ও স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।