= আকিব শিকদার =
পথে আমার পা বাড়াতে ভয় করে গো ভয় করে
পিঁপড়ে যদি হঠাৎ মরে-
অসতর্ক পায়ের তলায় চাপা পড়ে
প্রভূ, আমার ভয় করে গো ভয় করে।
পিঁপড়ে যতো তোমায় স্মরে ভক্তি ভরে
আমি ততো পারি না তো- ভয় করে তাই ভয় করে
মনের ভুলে মেরে ফেলি তোমার কোন প্রণয়ীরে
প্রভূ, আমার ভয় করে গো ভয় করে।
ঘরে আমার দীপ জ্বালাতে ভয় করে গো ভয় করে
ফড়িং যদি হঠাৎ মরে-
প্রজ্জ্বলিত আলোকশিখায় ঝাপিয়ে পড়ে
প্রভূ, আমার ভয় করে গো ভয় করে।