স্টাফ রিপোর্টার : অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে শেরপুরের নকলায় অভিযান চালিয়েছে বিএসটিআই।
সোমবার (২২ মে) বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের লয়খা উত্তরপাড়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল জুস ও শনপাপড়ী জব্দ ও ধ্বংস করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।
এদিকে ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় কারখানার মালিক সোহেল মিয়া (২২) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে ওই এলাকার তাফাজ্জল হোসেনের পুত্র। কারখানা থেকে অন্তত ২ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।
নকলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। অনুমোদন ছাড়াই এগুলো বাজারজাত করছে তারা। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে শিশু খাদ্য। আর এসব ভেজাল খাদ্যগুলোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দোকান থেকে কিনে খাচ্ছে শিশুরা। এতে অসুস্থ হয়ে পড়ছে এসব কোমলমতি শিশুরা।
বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা অর্নব চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্য উৎপাদন করে আসছে কারখানাটি। এর বেশিরভাগই শিশুখাদ্য রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- আইস ললি, আইস পপ, অরেঞ্জ ড্রিংকস, লিচি ড্রিংকস, শনপাপড়ীসহ বিভিন্ন ধরনের জুস।
বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) খেলা রানী কর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্যাকেজিং হচ্ছিল শিশু খাদ্যপণ্য। পাশাপাশি ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর রং। তাই অভিযান চালিয়ে কারখানা মালিককে জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনক করায় কারখানার মালিক সোহেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।