নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার মদন উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে জয়নাল আবেদীন (২৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান হাওরে এই ঘটনা ঘটে। জয়নাল আবেদীন তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের আবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল সকালে হাওরে নিজ জমিতে বীজ চারা রোপনের কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। বজ্রপাতে তিনি মারা গেলে দুপুরে সকলে বাড়ি ফিরলেও জয়নাল না ফেরায় খোঁজ নিয়ে দেখা যায় মাঠেই পড়ে আছেন তিনি। এদিকে এমন ঘটনায় স্থানীয় প্রশাসন খবর পেয়ে আর্থিক সহায়তা করে।
মদন উপজেলার নির্বাহী অফিসার মো শাহ আলম মিয়া জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।