গোলাম রব্বানী-টিটু : বর্তমান সরকার কৃষকের উন্নয়নের জন্যেই কাজ করছেন।
কৃষকের উন্নয়নে যা প্রয়োজন তা সরকার বাস্তবায়ন করছেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে সহযোগিতা করবেন। কৃষকের সকল সমস্যা সমাধানের পরামর্শ নিতে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে বেশি বেশি কৃষিপণ্য উৎপাদন করে অর্থনৈতিক ভাবে দেশে ভূমিকা রাখার আহবান জানান সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক।
বুধবার ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসাবে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধিকরণের কলাকৌশল তুলে ধরে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ। অবহিতকরণ সভায় ৮০ জন কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।