ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বসতবাড়ির জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শারীরিক প্রতিবন্ধী একনারী ও তার মা।
বুধবার দুপুরে উপজেলা ভরাডোবা গ্রামের বাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় এই দুই নারী আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানা পুলিশে লিখিত অভিযোগ দিয়েছেন শরীফা আক্তারের ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ভরাডোবা গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শামছুল হুদা বাবুল গংদের সংঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে আমিনুল ইসলামের।
বুধবার দুপুরে আমিনুল ইসলামের বসতবাড়িতে শামছুল হুদা বাবুল , বাদল, উসমান, আঃ মতিন, সামাদ, ওয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন, আল আমিনসহ অজ্ঞাত নামা আরও ২০ থেকে ২৫ জন লোক সীমা স্পিনিং মিলের ভিতর থেকে দেশিও অস্ত্র নিয়ে হামলা বাড়ির টিনের বেড়া ভাংচুর ও লুটপাট চালায়। এতে আমিনুলের মা আমিন নেছা সুমনা ও বোন শারীরিক প্রতিবন্ধী শরীফা আক্তার তাদের ভাংচুর ঠেকাতে গেলে হামলার শিকার হন।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার কথা স্বীকার করে শামসুল হুদা বাবুল বলেন, দুই বছর আগে ওই জমি সীমা স্পিনিং মিলের কাছে আমরা বিক্রি করেছি। কিন্তু জমিটি তারা দখল ছাড়ছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের কথাও অমিনুলরা মানেন না।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।