ঈশ^রগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলায় যুব সমাজ ধ্বংস হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভাপতি ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উপজেলায় অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে শত শত যুবক ও তাদের পরিবার অর্থনৈতিক ভাবে নিঃস্ব হওয়ার অভিযোগে উঠে।
কিন্তু এই জুয়া খেলা বন্ধে প্রশাসনের কোন পদক্ষেপ না নেওয়ায় সভায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা সভায় অভিযোগ তুলেন পলাশ নামের ওই জুয়ারি উপজেলার বিশেষ সিন্ডিকেট ঘরে তুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ বিদেশে বিশেষ নেটওয়াক গড়ে তুলছে।
এতে দেশের টাকা বিদেশে পাচার করছে বলেও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। আর এ জুয়ার খপ্পরে পরে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নিম্ম আয়ের মানুষ মুহূর্তেই লাখ লাখ টাকার মালিক হওয়ার স্বপ্নে মেতে উঠে নিজেরা ধংস হচ্ছে।
এ সভায় উপস্থিত তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, তারা অভিযোগ তোলে বলেন, দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এ সময় সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম দ্রুত এ সব অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন।
ওসি মোস্তাসিনুর রহমান জানান, ইতোমধ্যে পলাশ বিদেশে পারি দিয়েছে বলে শুনেছেন। তার বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করেনি।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পলাশ সারা দেশব্যাপি অ্যাপসের মাধ্যমে জুয়া পরিচালনা করছে। এ উপজেলায় তার শতাধিক এজেন্ট, মাষ্টার এজেন্ট, সুপার এজেন্ট রয়েছে। এদের মধ্যে অনেকেই আঙ্গুল ফোলে কলাগাছ বনেছে।
এ বিষয়ে পলাশের সাথে কথা বলার চেষ্টা করে থাকে পাওয়া যায়নি।