কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউপির মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ মে) সরেজমিনে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে গেলে কথা হয় প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ ও ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজুর সাথে।

এ বিষয়ে প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ বলেন,গত ২১মে সহকারী প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান তার ফেইসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়।কেননা পেশাগত দায়িত্বের বাইরে তিনি ওমন মন্তব্য করতে পারেন না।২২মে সারাদিনব্যাপী বৃষ্টি থকার কারণে ২৩মে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে আমরা তাকে বহিষ্কার করি। আগামী ২৫মে আনুষ্ঠানিকভবে মো. মিজানুর রহমানকে চিঠি ইস্যু করা হবে।

মজলিসপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু জানান, রেজুলেশন করে সাময়িকভাবে আমরা তার ঔদ্ধত্য কর্মের জন্যে বহিষ্কার করেছি।বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।এবং কেন্দুয়া -আটপাড়া'র অভিভাবক এমপি মহোদয়ও জানেন।মো. মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন মাধ্যমিক শিক্ষা অফিস।

বহিস্কৃত মো. মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান,' আগে শেখ হাসিনার পতন,পরে জাতীয় নির্বাচন ' এমন স্ট্যাটাস দেয়া তার ভুল হয়েছে।তিনি আরো জানান,বহিষ্কার বিষয়ে আমি জানি না। কেননা, এখনো পর্যন্ত কোন চিঠি পাইনি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলমের মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।