স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় ১৩ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মোঃ আল-আমিন (৩২)কে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানা এলাকা হতে বুধবার (২৪ মে) দিবাগত রাতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সে নকলার টালকী ইউনিয়নের নয়াবাড়ী এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

এই তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ভিকটিম ২য় শ্রেণীতে পড়ালেখা করতেন। প্রতিবেশী আল-আমিন ২০১০ সালের ১৮ মার্চ স্কুল ছুটির পর ভিকটিম বাড়ী ফেরার পথে বিদ্যালয়ে হতে ২০০ গজ দূরে রাস্তার কালভার্টের নিচে নিয়ে মুখ চেপে ধরিয়া জোড়পূর্বক ধষর্ণ করে পালিয়ে যায়।

পরে ভিকটিম বাড়ীতে গিয়ে তার মায়ের নিকট ঘটনা জানায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে লিখিত নকলা থানায় অভিযোগ দাখিল করলে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধর্ষণ মামলা রুজু হয়(মামলা নং-০৯, তারিখ-১৮/০৩/২০১০ ইং )।

মামলার বিচারে আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ঘটনার পর থেকেই আসামী মোঃ আল-আমিন ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

সম্প্রতি র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন বরপা এলাকা হতে মোঃ আল-আমিনকে তার আত্মীয়ের বাসা হতে আটক করে। ধৃত আসামীকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।