কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.টি.এম ফরহাদ চৌধুরীর নামে বরাদ্দকৃত সরকারি গাড়ির (ঢাকা মেট্রো-১১-০০৫১) চাপায় আঃ কাদির (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আঃ কাদির ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সূত্রে জানা যায়, গত সোমবার (২২ মে) বিকাল আনুমানিক পৌনে ৩টা দিকে জেলা প্রশাসনের সরকারি গ্যারেজ থেকে গাড়ির ড্রাইভার মোঃ আরিফ মিয়া গাড়িটি বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শ্বের রাস্তা দিয়ে ড্রাইভার দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ আঃ কাদিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহন হন। প্রত্যক্ষদর্শী লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বড় ছেলে মোঃ আবু সাইদ জানান, এডিসি’র গাড়ীর চাপায় আমার বাবার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.টি.এম ফরহাদ চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, আপনি আমার অফিসে আসুন। বিষয়টি নিয়ে আলাপ করি।