গোলাম রব্বানী-টিটু: শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার বিকালে উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।

ধর্ম বিষয়ক মস্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক।

এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মডেল মসজিদ শুভ উদ্বোধন ঘোষণা করেন অনেক আগেই। এই উপজেলায় জমি নিয়ে বিরোধ থাকায় বিলম্বে এখন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। তিনি ঠিকাদরকে দ্রুত কাজ শেষ ও কাজের গুনগত মান রক্ষা করার জন্যে নির্দেশ প্রদান করেন।

এ সময়, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভূইয়া, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব আমিরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলমসহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।