জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে স্ত্রী আকলিমা খাতুনকে (২২) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫মে) সকালে উপজেলার চুকাই বাড়ী ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকার আলী হোসেন মেয়ে এবং ঘাতক স্বামী হেলাল উদ্দিন একই উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মুল্লুক মিয়ার ছেলে। ঘাতক স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, হেলাল ও আকলিমা দম্পত্তির প্রায় সাড়ে সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারের দাম্পত্য কলহ ছিলো না। বিয়ের পরে ৬বছর আগে তাদের সংসারে আকুল নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। গত রাতে ধান নিয়ে আকলিমার সাথে হেলালের কথা কাটাকাটি হয়। এ সময় স্বামী হেলাল তার স্ত্রী আকলিমাকে মারধর করে।
মারধরের শুরুতেই সে আকলিমাকে গলা চেপে ধরে। পরে রাতের কোন এক সময় তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্থানীয়দের ধারনা। সকালে আকলিমাকে দেখেতে না পেয়ে লোকজন তার ঘরে যায়। ঘরে গিয়ে আকলিমার মরাদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছেন এবং বাড়ির অন্যান্য লোকজন পলাতক রয়েছে।
এ বিষয়ে নিহত আকলিমার মা বেহুলা বেগম জানান, প্রায় সাড়ে ৭বছর আগে খুটারচর এলাকার মুল্লুক মিয়ার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করতো। এ সময়ের মধ্য তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম হয়।
মেয়ের নির্যাতন দেখে সহ্য করতে না পেরে বাড়ীতে নিয়ে আসি। পরে ফুঁসলিয়ে ১১দিন আগে তাকে তার স্বামী বাড়িতে নিয়ে যায়। আমার মেয়েকে তার বাড়িতে নিয়ে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।