জামালপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫মে) বিকালে পৌর শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা কমিটির সভাপতি নাহিদ নূর আলোর সভাপতিত্বে ও সাংগঠনিক এসে এম মেহেদী হাসানের সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি হাবিবুন নেছা শাহিন, শরিফুল আনসারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ-উদ-দৌলা অর্নব, বঙ্গবন্ধু পরিষদের সদস্য জাফর আলী, তারিকুল ফেরদৌস প্রমুখ।