শ্রীবরদী প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমা সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৭ মে) দুপুরে শ্রীবরদী পৌর এলাকায় অবস্থিত আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

শ্রীবরদী উপজেলা আ.লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য রাখেন নাছরিন বেগম ফাতেমা।

তিনি বলেন, আমি চাই শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) এলাকায় প্রকৃত আওয়ামী লীগের হাতে ক্ষমতা আসুক।

আমি ছাত্রলীগ করেছি, শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র মিলনায়তনের সম্পাদক ছিলাম, বর্তমানেও শেরপুর জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমি সব সময় এলাকার অসহায় এতিম অর্থহীনকে সাহায্য সহযোগিতা করে আসছি। আমি আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী।

এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের খুঁজে বের করে হিস্যা ও যোগ্যতা অনুযায়ী যার জন্য যতটুকু করা সম্ভব তা করবো।

সাংবাদিক সম্মেলনে শেরপুর জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, পৌর আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, শেরপুর উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম স্নিগ্ধ, সদস্য আয়শা সিদ্দিকা,নুসরাত জাহান টুম্পা, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শ্রীবরদী পৌর শহরে সকল শ্রেণির পেশার ভোটারদের সাথে জনসংযোগ করেন।