=এম টি আই সুরুজ=

একটি কবিতা তোমাকে উপহার॥

আশেপাশে থেকে অনেক হাহাকার।

ভেঙ্গে খোলা মনে ঘর,

থেমে গেল প্রেমের নগর

কোনো একদিন তোমাকে-

আমি দেখেছিলাম বুকে।

সবুজ ছায়া বৃষ্টি ভেজা তুফানে,

রাজপথ আন্দোলনে বোরহান-

ঘন কুয়াশা আর পথ পেরিয়ে,

সকল প্রেমিকের মাতৃভূমির জয়ে।

একটি কবিতা তোমাকে উপহার॥

আজ আমি পুরনো স্মৃতিগুলো শিশিরে,

সেতো মোর আপন নয়ে,

নিজে থেকে অনেক বহু দূরে।

তবু বি”েছদ বিষাদ নিয়ে একরাশি

সবচেয়ে বেশি ভালবাসি।

একটি কবিতা তোমাকে উপহার

অসিম আকরাম এসে নেমে

তুমি ছিলে সবুজ ছায়া ভোরের প্রেমে

যা মন দিয়ে ভুলা যায়নি।

যেতে হয় তবু আসিনি

সাজ সকালে ডাক প্রকৃতির বৃষ্টি

বিদায় বেলা এসো ভেঙ্গে দিলো-

অশ্রুতে মোর ভরে গেছো

একটি কবিতা তোমাকে উপহার॥

প্রতিভার প্রেম আর প্রেরণা

ভালোবাসা দিয়ে এক জয় করা যায় না।

মানুষের প্রতিহিংসা যে করে

সে কখনও নিজেকে সফলতা নেই।

চলে যেতে হবে ওপারে তাই

সম্পর্ক আমাকে আজ উড়াল দিলো,

সত্য ও ন্যায় থেকে ত্যাগ দিলাম,

জীবন আর যৌবনে অবিরাম সংগ্রামে।

আজ থেকে কত উন্নয়নের প্রকৃতির এ দেশ,

তুমি কি আজ আমাকে ভুলিয়েছো অনায়াসে।

কতনা সে পারি ভুলে সুখে অসিম আকরাম বৃষ্টি

একটি কবিতা তোমাকে উপহার॥