স্টাফ রিপোর্টার : ফুলবাড়ীয়া থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে আমর্স পুলিশ ব্যটালিয়ান (এপিবিএন)।

২ এপিবিএন এর অপারেশন এন্ড ইন্টিলিজেন্ট শাখা গত ৩১ মে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ছনকান্দা বাজারে অবস্থানকালে রাত ৯টার সময় গোপন সংবাদে জানতে পারে, ফুলবাড়িয়া থানাধীন ছনকান্দা বাজারের কান্দানিয়া গড়পাড়া গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ মুনতাজ উদ্দিন (৬৫) গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ১ টি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে সর্বমোট ৫০০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।