স্টাফ রির্পোটার : জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্য সংগঠন বহুরূপী নাট্য সংস্থার সচিব ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য বরেণ্য নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ৩০ বছর পূর্তি উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহের 'শ্রেষ্ঠ সংগঠক' সন্মাননা পেয়েছেন।

গত ২৯ মে ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ফোরামের ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংস্কৃতিক উৎসবে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের কাছ থেকে তিনি সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। এ সময় নাঠ্য ব্যক্তিত্ব ম.হামিদ, বৃগত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলীসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের দীর্ঘ দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। শাহাদাত হোসেন খান হিলু বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি হিসেবে বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক হিলু গত পাঁচ দশকের অধিক সময় ধরে সাংস্কৃতিক অঙ্গণে বলিষ্ট ভূমিকা রেখে আসছেন।

তাঁর এ সন্মাননা প্রাপ্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন ময়মনসিংহ সর্বস্তরের শিল্পী, সংগঠক ও সাংস্কৃতিক কর্মীরা।