সিরাজুল ইসলাম আতশি : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ দূর্নীতি দমন কমিশন এর আয়োজনে দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য এবং দমন নয় প্রতিরোধই দূর্নীতি নির্মুলে কার্যকর উপায় বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

১লা জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতন ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

বিতর্ক প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, কিশোরগঞ্জ জেলার দূর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচলাক পিয়াস পাল, ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ ফজলুর রহমান মাষ্টার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মেহের উদ্দিন, সদস্য মাওলানা সিরাজুল ইসলাম আতশি, সদস্য মোঃ নাছির উদ্দিন মাষ্টার, সদস্য মাওলানা তাজুল ইসলাম, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার প্রমূখ।

বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হন মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতন এবং রানার্সআপ হন ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতনের শিক্ষার্থীর শাহরিয়ার তালুকদার। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিতর্ক প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম।