ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় অসংক্রামক রোগ থেকে মুক্তি মিলে এবিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ধোবাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাঈদ। এছাড়াও এসময় ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন সুষম খাবার খেলে, অসংক্রামক রোগ থেকে মুক্তি মিলে। এবিষয়ে প্রত্যেকে নিজের জায়গা থেকে আলোচনা করতে হবে এবং প্রতিটি মানুষকে সচেতন করে তুলতে হবে।