স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নগরীর
ময়মনসিংহ প্রেসক্লাবের নতুন অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক মো মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি ডাঃ কে আর ইসলাম,সাধারন সব্ম্পাদ শেখ মহিউদ্দিন আহম্মেদ,
গাঙ্গিনারপাড় জামে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান প্রমূখ।
প্রেসক্লাবের নবনির্মিত সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি মো: মিজানুর রহমান
এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে প্রেসক্লাবের নবনির্মিত ৪র্থতলায় সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মো: মিজানুর রহমান।