তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ১৯ জুন দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তারাকন্দা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে আউশ বীজ ও সার ৯০০ জনকে ও গ্রীষ্মকালীন পিঁয়াজ প্রনোদনা ২০জন'কে উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, তারাকান্দা উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল হক, কাওসার আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, আনিসুর রহমান প্রমূখ।