শফিউল আলম লাভলু ঃ শেরপুরের নকলায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনাধান-১৭ সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর আয়োজনে পাইসকা এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিটের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, বিনা’র পরিকল্পনা ও প্রশিক্ষন বিভাগের পরিচালক ড. মো: জাহাঙ্গীর আলম, বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর উর্ধতন বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ নাসরীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মূকুল প্রমুখ। এ মাঠ দিবসে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ শতাধীক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।