কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কারারক্ষীকে ফাঁসি ও একইসঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপিস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী খাইরুল ইসলাম (২৫) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালে কিশোরগঞ্জের কটিয়াদীর মানিকখালী গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছোট মেয়ে রুমা আক্তারের (২২) বিয়ে হয় কারারক্ষী খাইরুলের সঙ্গে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জ কারাগারের সরকারি কোয়ার্টারে বসবাস করতে থাকেন খাইরুল। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে অত্যাচার নির্যাতন করে আসছিলেন স্বামী খাইরুল।
পওে ২০২০ সনের ২২ ডিসেম্বর রাত ২টার দিকে যৌতুকের জন্য রুমাকে মারপিট করেন স্বামী খাইরুল। একপর্যায়ে বিষ জাতীয় কিছু খাওয়ালে রুমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেসে ২৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রুমার মা ছিনু বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় খাইরুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।