বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক কমরেড আলাল মিয়ার উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন বাসদ ( মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা।

আজ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিকেল ৫.৩০ টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সদস্য অজিত দাস, বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আনন্দমোহন কলেজ সভাপতি জুয়েল আহমেদ, বাকৃবি শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ।

বক্তারা বলেন- 'কমরেড আলাল মিয়া কিশোরগঞ্জের হোসেনপুরে একজন গণমানুষের নেতা। স্থানীয় বিভিন্ন ইস্যুতে তিনি নিয়মিত সাধারণ মানুষকে সংগঠিত করে আন্দোলন করেন। সম্প্রতি কমরেড আলাল মিয়া এবং বাসদ (মার্কসবাদী) কর্মীদের নেতৃত্বে হোসেনপুরের পুমদী ইউনিয়নে বীমা কোম্পানির নামে অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এলাকার ভুক্তভোগী গ্রাহকরা। এই গ্রাহকদের বেশিরভাগই হতদরিদ্র নারী। তাদের নিকট থেকে সন্ধানী লাইফ ইন্সুইরেন্সের নামে টাকা তোলে ঐ এলাকার মোঃ হবিকুল। বিভিন্ন মেয়াদে কিস্তি তুলে হবিকুল বিদেশে চলে যায়। সম্প্রতি সে দেশে এলে গ্রাহকরা তার কাছে টাকা ফেরত চাইলে সে টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। এ প্রেক্ষিতে গ্রাহকরা আন্দোলন গড়ে তোলে। তারা ইউএনওকে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিল। গত ২৬ জুলাই বিকেলে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে সেখানে প্রতারক হবিকুল ও তার সহযোগী সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা কমরেড আলাল মিয়া, সোহরাব হোসেনকে মারধর করে গুম করে।

পরবর্তীতে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কমরেড আলাল মিয়া এখনও চিকিৎসাধীন আছে। '

বক্তারা আরও বলেন- 'অবিলম্বে কমরেড আলাল মিয়ার উপর হামলাকারী হবিকুল ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। সকল ভুক্তভোগী গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে সন্ধানী লাইফ ইন্সুইরেন্সের নামে অর্থ আত্মসাতকারী সকলকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

অন্যথায় উপরোক্ত দাবি আদায়ে জোর আন্দোলন গড়ে তোলা হবে। ' (অজিত দাস, সদস্য, বাসদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি)