মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলাদেশ ও বিশ^ পরিচয়পত্রে (সমাজ বিজ্ঞান) বিষয়ে ৩৫২ জনের পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পরীক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীরা সোমবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তারা জানান, আমরা বাংলাদেশ ও বিশ^ পরিচয় পত্র বিষয়ের খুব ভালো পরিক্ষা দিয়েছি। তারপরও এ বিষয়টিতে আমাদের ফেল দেখানো হয়েছে। তারা সকলেই খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। শিক্ষার্থীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

জানাযায়, চলতি বছর ৩০এপ্রিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মুক্তাগাছা উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। গত ২৮ জুলাই পরীক্ষার ফল প্রকাশ হয়। ১৬টি জিপিএ-৫সহ মোট ২শ ২৩ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ১২৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। যার মধ্যে শুধু বাংলাদেশ ও বিশ^ পরিচয়ে বিষয়ে অকৃতকার্য হয় ১০২ জন।

এ বিষয়ে উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম, নিশাত, আমির হামজা, ফয়সাল, শান্ত, রাকিবসহ অন্যান্য শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ বিশ^পরিচয় বিষয়ে খুব ভলো পরীক্ষা দিয়েছি। তারপরও এ বিষয়ে আমাদেরকে ফেল করানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

এ ব্যাপারে কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার মুক্তাগাছা উপজেলার কেন্দ্র সচিব মিজানুর রহমান বলেন, চলতি বছর আমাদের এই কেন্দ্রে ৩শ ৫২জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনের জিপিএ-৫ সহ ২২৩জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে পুনঃনিরীক্ষণের জন্য বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন জানান, বাংলাদেশ বিশ^পরিচয়পত্রে অধিক শিক্ষার্থী ফেল করার বিষয়টি আমি জেনেছি। খাতার পুনঃনিরীক্ষণের জন্য স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়েছে।