=এম টি আই সুরুজ=
স্বপ্নে ওপারে দশমে স্মৃতি,
আজো জাগে মোর ইতি
হাসের কতনা রূপ বিশ্ব তুমি।
সত্যে পথে ভুলে যেও সৃষ্টি তুফান,
অতীত চেয়ে আছো তুমি।
অমর বিশ্বের দৃষ্টি ছায়া কোনে,
ওগো অচেনা মোরএ জগতের প্রিয় আলো,
ডুবিল কেমন করে জীবনে যাহা ছিলো,
মোর ভুলে হৃদয় জুড়ে
এসেছিলাম দ্রোহ কুসুম পুড়ে
আকুলিতে হয়তো আজ কেন প্রেম,
মনে এত মোর জাগে আলয়ে প্রথম।
কত বড় তুমি নহে সব জানি,
সেদিনে কথা ভেঙ্গে গেলে সকল খানি।
আজ কেন অধিকার সম্মান,
দুর্জয় অপমান,
অধিক সমাধান।
লোকে যায় চেনা।
সবার চেয়ে আমি তোমার অন্তড়ালে,
সাহিত্যের ইতি কথা ভুবন ফুলে।
আজি তোমারি সকল চেয়ে অনুরাগে।
মোর আজো শুন্য নাাহি জাগে।
তুমি কেন মোর দিয়ে দিলে,
স্রোত ধারে আমার ছায়া ফেলে।
আমি মরিবার নহে জাগিয়া
জীবন আমার ধরনী খুজিয়া
অন্তরে হেথায় আয়োজনে,
চলে গেছ মোর বহুদূরে।
ভুলে যেও অমর বন্দনা সুদূরে।
মানব জাতি স্বপ্নে বিশ্নে যে অধিকার,
যে কোনো কাজ তার কৃতকর্মে সমমান।
ভীতু হয়ে থাকনা,
স্বপ্নে কোনো আশা ভঙ্গ নাই
যা অসম্ভব তা কখনো ফিরে যায়।
পার্থিক হয়ে থাকনা নিজেকে সমর নজর।
আকন্দ বুক হাউস, ত্রিশাল।








