ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার নবাগত নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম সবার সহযোগিতা নিয়ে শেরপুর জেলা উন্নয়নে কাজ করতে চান।
তিনি বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সূশীল সমাজের সহিত এ মতবিনিময় সভা করেন।
এ সময় শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদির আহাম্মেদ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, জাসদ সভাপতি মিজানুর রহমান ও ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু সহ আরো অনেকেই।
মতবিনিময় সভায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন শেরপুর জেলার ১৭ লাখ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে এসেছি। আপনারা সবাই সহযোগিতা করলে শেরপুর জেলায় সরকারের দেয়া অর্পিত দায়িত্ব পালনে উন্নয়নের কাজ করতে সহজ হবে। তিনি আরো বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমি বদ্ধপরিকর। ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্র আরো সৌন্দর্য মন্ডিত করে তুলতে কাজ করা হবে। বন্য হাতি মানুষ যুদ্ধ নিরশনে শেরপুর জেলা প্রশাসন সকলের পরামর্শে কাজ করবে।
এর আগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠান শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুলের শ্রদ্ধাজ্ঞলী ও দাড়িঁয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে ট্রাইবাল ওয়েল ফেয়ারের আয়োজনে আদিবাসী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ১০টি বাইসাইকেল ২০০টি স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউএনও ফারুক আল মাসুদ।








