শনিবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর উদ্যোগে ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সুজন কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সুজন ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিরাজমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুজে বের করার আহবান জানানো হয়।
বক্তারা উল্লেখ করেন যে, এর আগেও যতবারই এ দেশে সংকট সৃষ্টি হয়েছে দেখা গেছে এসব নিয়ে যতই সহিংসতা হোক না কেন শেষ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান বের করতে হয়েছে। সুতরাং জানমালের ক্ষতি সাধন হবার পূর্বেই এ বিষয়ে একটি টেকসই সমাধান বের করার জন্য ক্ষমতাসীন ও ক্ষমতা প্রত্যাশী দলগুলোর প্রতি অনুরোধ জানানো হয়।
সুজন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল সচিবালয়ের সমন্বযকারী জয়ন্ত কর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন ময়মনসিংহ জেলার সদস্য এ্যাড. লীলা রায়, খন্দকার সুলতান উদ্দিন আহাম্মেদ, আব্দুল কাদের চৌধুরী মুন্না, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ প্রমুখ।
একই সময়ে সুজন নান্দাইল উপজেলা কমিটির উদ্যোগে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন নান্দাইল উপজেলা সভাপতি এ্যাড. হাবিবুর রহমান ফকির এবং সম্পাদক অধ্যাপক অরবিন্দ পালসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
(সুজন আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি)