আবুল কালাম আজাদ : জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং এলাকার প্রতিটি বাড়ি, ঘর এবং রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার লক্ষে জামালপুরে যুবফোরামের উদ্যোগে আবর্জনা মুক্ত পরিবেশ সৃষ্টির অভিযান শুরু হয়েছে।

সম্প্রতি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর পরামর্শে লক্ষিরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে গঠিত যুবফোরাম এ অভিযান শুরু করেছে। ময়লা আবর্জনা পরিস্কার করার পর অপচনশীল আবর্জনা বিশেষ করে প্লাস্টিকের বোতল, লোহা, টিনজাতীয় আবর্জনা বিক্রি করা হয়।

যুবফোরামের সদস্যরা এসব বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ফল ও কাঠের ছোট্ট নার্সারি গড়ে তুলছে। পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। অন্যান্য আবর্জনা পুড়ে ফেলছে।

উদ্যোগটা ছোট হলেও প্রভাব সুদূর প্রসারী বলে মন্তব্য করেছেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা জানান এধরণের উদ্যোগ কর্মএলাকার সবগুলো গ্রামে শুরু করা হবে।

উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক বলেন আমরা কর্মএলাকার তিনটি গ্রামকে পরিবেশসম্মত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছি।

রাঙ্গামাটিয়া যুবফোরামের সভাপতি সাব্বির হোসেন বলেন আমরা আমাদের গ্রামকে ডেঙ্গুসহ রোগ জীবানুমুক্ত রাখতে চাই। পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ গঠনে আমরা ৩০ জন সদস্য অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ জামালপুর এরিয়া প্রোগ্রামটি ১০ বছরব্যপী চলবে। এসময়ে মধ্যে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, অভিভাবকদের জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস কার্যক্রমের মাধ্যমে আদর্শ গ্রাম বির্নিমানে কাজ করা হবে বলে এপি সূত্র জানায়।