স্টাফ রিপোর্টার : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ময়মনসিংহের বিসিক শিল্প নগরীতে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিসিক শিল্প এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আক্তারুজ্জামান।
তিনি জানান, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় পণ্য তৈরি, শ্রমিকদের স্বাস্থ্য সনদ না থাকার কারনে মিষ্টি কাননকে তিন লাখ টাকা এবং ঢাকা মিষ্টি মুখ এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়াও আগামী ত্রিশ দিনের মধ্যে প্রতিষ্ঠান দুইটিকে খাবার তৈরীর জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও শ্রমিকদের স্বাস্থ্য সনদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানকে সীলগালা করে দেওয়া হবে জানান ম্যাজিষ্ট্রেট।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।