মেহেদী হাসান সাকিব : শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে শহরের গোপাল জিউর মন্দিরে এক আলোচনা সভা ও পরে শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখা, যুব ঐক্য পরিষদ উপজেলা শাখা এবং গোপাল জিউর মন্দির কমিটির যৌথউদ্যোগে জন্মাষ্টমী উদযাপন করা হয়।
শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী বাদল চন্দ্র সাহা সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, মোবাইল ফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সহ অন্যান্যরা।