ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ২৮ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওপর মোট ৫৩ জন শিক্ষার্থীকে পিএইচ. ডি. ডিগ্রী প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিসূত্রে এ তথ্য জানা যায়।
পিএইচ.ডি. ডিগ্রী প্রাপ্তদের নাম ও বিভাগ গুলো হচ্ছে-মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ থেকে মোঃ আব্দুস সাত্তার বেগ, প্যারাসাইটোলজি বিভাগ থেকে মোঃ মনজুরুল হাসান, প্যাথলজি বিভাগ থেকে সাজেদা সুলতানা, মেডিসিন বিভাগ থেকে আবদুল্লাহ আল মারুফ, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ থেকে মোঃ আনিছুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, কৃষিতত্ত্ব বিভাগ থেকে এ. কে. এম. হারুন-অর-রশিদ, নাদিরা মোকারেরমা, মোজাহার হোসেন আহম্মদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে মোহাম্মদ মজিবুর রহমান, রুবিনা ইয়াসমিন, হালিমা আক্তার, রাখী রানী সরকার, এ.বি.এম.মাসুদ হাসান, মোঃ জাহিদুল ইসলাম, কীটতত্ত্ব বিভাগ থেকে মোঃ জুয়েল আলম, মোছা. ইসমাৎ আরা, মোঃ আব্দুল মজিদ, খালেদা ইয়াসমীন, উদ্যানতত্ত্ব বিভাগ থেকে, কানিজ সুরাইয়া সুলতানা, মোঃ আব্দুল্লাহ - আল- ফারুক, মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ থেকে, মোঃ আশরাফুল ইসলাম, এ. কে.এম.এমদাদুল হক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মোহাম্মদ মহি-উদ-দীন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে মোহাম্মদ কামরুল হক, মোঃ দিদারুল আমিন, মোঃ হাসান তারেক, কৃষি রসায়ন বিভাগ থেকে কার্তিক চন্দ্র সাহা, মোঃ জহিরুল ইসলাম সরকার, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে মোঃ আশরাফুল ইসলাম খান, পশুবিজ্ঞান বিভাগ থেকে মোঃ সাদেকুজ্জামান, মোঃ ফয়েজুর রহমান এবং ঐবস জধল উযধশধষ, কৃষি অর্থনীতি বিভাগ থেকে মেহেরুন্নেছা চৌধুরী সুমী, মোঃ কামরুজ্জামান, নাছিবা আক্তার, শামীম আরা শাম্মী, কৃষিব্যবসা ও বিপণন বিভাগ থেকে মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ শামছুল হক, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ থেকে সৈয়দ শামছ তাবরীজ, সুরজিৎ সরকার, মোঃ আব্দুল মোত্তালিব, একোয়াকালচার বিভাগ থেকে নিয়াজ আল হাসান, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগ থেকে ফারজানা হোসেন।
উল্লেখ্য, লাইব্রেরি সংক্রান্ত ক্লিয়ারেন্স না থাকায় ০৮(জন) ছাত্র-ছাত্রীর ফলাফল স্থগিত রয়েছে ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৫৩ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রী লাভ করায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থী এবং তাদের গবেষণা সুপারভাইজারসহ সংশি¬ষ্ট সকলকে অভিনন্দন জানান।