নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১ম বিভাগ হকিলীগ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি।
তিনি যুব সমাজকে ব্যাপক হারে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম।
প্রথম বিভাগ হকি লীগে ১১ টি দল ২৮টি ইভেন্টে অংশগ্রহণ করবে।
শনিবার বিকেলে উদ্বোধনী খেলায় প্রতিদ›দ্ধী মোহামেডান ও আল-হেলাল অংশগ্রহণ করে।
ময়মনসিংহের জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার ও জাকি আহমেদ, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মঈনুল হক সাঈদ, বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল এহসান রানা ও আরিফুল হক প্রিন্স, ময়মনসিংহ জেলা হকি পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আহমেদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী।