নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের মা ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলিগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সৈয়দ আব্দুল খালেকের স্ত্রী সৈয়দা আয়েশা খানম (৭৮) সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃুত্যকালে তিনি ৮ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেন্দুয়া প্রেসক্লাবসহ সকল স্তরের সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সোমবার বাদ আসর উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেন্দুয়া প্রতিনিধি।