নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন ও বিজলী-কৃষাণ কর্মসূচি গ্রহণের দাবী বুধবার ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন ও বিজলী-কৃষাণ কর্মসূচি গ্রহণের দাবীতে এক বর্ণাঢ্য কৃষক পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার-ফ্যাস্টুন-প্লাকার্ড সজ্জিত পদযাত্রাটি সকালে ময়মনসিংহ টাউন হল চত্ত্বও থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরস্থ বিভিন্ন সরকারি দপ্তর ও আদালত পাড়া অতিক্রম করে জিরো পয়েন্ট ঘুরে পুণরায় টাউন হলে এসে সমাপ্ত হয়।
পদযাত্রা থেকে জীবাষ্ম জ্বালানি বিশেষ করে কয়লা ও এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বন্ধ কওে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের জন্য বিজলী-কৃষাণ কর্মসূচি গ্রহণের জোড় দাবী জানানো হয়।
মাটি বাংলাদেশ, তৃণমূল উন্নয়ন সংস্থা, ভিএসওইয়থ ফোরাম, ক্লাইমেট চেঞ্জ নেটওয়ার্ক ইনগ্রেটার ময়মনসিংহ (সিসিএনজিএম), কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্র“প অন এক্সটারনালডেব্ট (বিডব্লিওজিইডি)-এর যৌথ উদ্যোগে পদযাত্রায় কৃষাণ-কৃষাণি এবং বিভিন্ন বেসরকারি ও পরিবেশবাদী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি এবং সর্বস্তরের শতাধিক সচেতন নাগরিক সমাজ পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং কৃষকদের দাবীর প্রতি সংহতি জানান।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে জীবাষ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ি।
প্যারিস চুক্তি অনুসারে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিও পরিমাণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানিসহ এলএনজির ব্যবহার বন্ধ কর হবে। এছাড়া জরুরি ভিত্তিতে নবায়ন যোগ্য জ্বালানিতে বিনিয়োগের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ন্যায্য ও সবুজ জ্বালানিতে রূপান্তর করতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)