অনলাইন ডেস্ক : আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস।’ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদযাপিত হচ্ছে দিবসটি।

নিজের অজান্তে দুয়ারে আসা প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত জীবনের প্রথম ভালো লাগার সেই মানুষটির সঙ্গে আজও একাকার হয়ে বাস করেন, তাহলে তো কথাই নেই। দুষ্টু-মিষ্টি স্মৃতি মনে করতে করতে দুজনে মিলেই না-হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।

‘প্রেম একবারই এসেছিল নীরবে/আমারই এ দুয়ার প্রান্তে/সে তো হায় মৃদু পায় এসেছিল/পারিনি তো জানতে।’ আসলে প্রথম প্রেমে পড়ার মুহূর্তটা সবার জন্যই বিশেষ। মনের অজান্তে আসা প্রথম প্রেমের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। নচিকেতা তো প্রথম প্রেমের অনুভূতি জানাতে গিয়ে হাজার কবিতাকে বেকার বলে বসেছেন। তার গান—‘হাজার কবিতা, বেকার সবই তা/তার কথা কেউ বলে না/সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

প্রেম নিয়ে সুনীলের কবিতা তো ঘোরলাগা—‘এই হাত ছুঁয়েছে নীরার মুখ/আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?’ ‘এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি/এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়?’

সত্যিই, প্রথম প্রেমে কোনো রকম অপরাধবোধ থাকে না। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে ভালোবাসা কিংবা রোমান্স যেটুকু থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার অনুভূতিই আলাদা।