শেরপুর সংবাদদাতা : বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল: বালক-বালিকা দুটিতেই শেরপুর সদরের দুটি স্কুল জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
শেরপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বালক ও বালিকা দুই গ্রুপের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার দুই প্রাথমিক বিদ্যালয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক) প্রতিযোগিতায় সদরের ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে নকলার জাঙ্গিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) প্রতিযোগিতার ফাইনালে সদরের বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা টাইব্রেকারে ১-০ গোলে নকলার বাছুর আলগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
নির্ধারিত ও অতিরিক্ত সময় পর্যন্ত খেলাটি গোলশুন্য অমিমাংসিত ছিল। এ নিয়ে সদরের এ দুটি প্রাথমিক বিদ্যালয় পর পর দুইবার নিজেদের গ্রুপে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
ছেলেদের বঙ্গবন্ধু ফুটবলে চ্যাম্পিয়ন সদরের ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিডফিল্ডার আপন মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং স্ট্রাইকার মোস্তাফিজুর রহমান জিহাদ দুই ম্যাচে তিন গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেছে।
মেয়েদের বঙ্গমাতা ফুটবলে রানারআপ নকলার বাছুর আলগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্ট্রাইকার ফাতিমা বেগম তিন গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়ন সদরের বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিডফিল্ডার শিফা খাতুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি, মেডেল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, সদর ইউএনও মেহনাজ ফেরদৌস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এ ফুটবল প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া জেলার ৫ উপজেলার চ্যাম্পিয়ন ৫টি করে বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে।