স্টাফ রিপোর্টার : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারদেশের ন্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মহানবীর জীবন ও আর্দশ নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলে দোয় পরিচালনা করে হযরত মাওলানা আব্দুল গনী।
অলোচনা সভায় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর জীবন, কর্ম ও তাঁর আর্দশ নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জীবন আর্দশ প্রতিটি মানুষকে অনুসরণ করে সৎ, আর্দশ, দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলার আহবান জানানো হয়।
এছাড়াওপবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।