ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক অটোরিক্সা চালকসহ ২জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের খীরু ব্রীজের উপর ময়মনসিংহগামী একটি মোটর সাইকেল চালককে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পালাগাঁও গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রউফ(৩৫) নিহত হন। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।
ওই দিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামক স্থানে সিডস্টোরগামী একটি অটো রিক্সাকে উল্টো দিক থেকে আসা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাস ধাক্কা দিলে অটোরিক্সাটি ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উপজেলার চাপড়বাড়ি এলাকার হজরত আলীর ছেলে অটোচালক শামীম হাসান (২৬) নিহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার এস,আই আনিছুর রহমান ঘটনা দুটি সত্যতা নিশ্চিত করেছেন।








