স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টম্বর) সকালে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জিয়াউল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রায়হান উদ্দিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রাথমিক পর্যায়ের ৫-১১ বছর বয়সি ২৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ হাজার ৮৫০ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১২-১৬ বছর বয়সি ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৭৭৬ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। বাদ যাবে না বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বিদ্যালয়ে গমন করে না এমন শিশুসহ পথশিশুরাও।