স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সরকারী হাজী জালমামুদ কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।

নকলা সরকারী হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলতাব আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠান ও আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, সুধীবৃন্দ ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন উপজেলার অন্যান্য উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়।