গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। সদ্য বিদায়ী মোঃ কামাল হোসেনকে অশ্র“সিক্ত নয়নে বিদায় ও নবাগত কর্মকর্তা মোঃ সেলিম মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন অন্যান্য সহকর্মীরা।

রবিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক কাজী মাহফুজুল করিম। বিসিএস ৩৪ ব্যাচের কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি হয়েছেন।

অপরদিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা থেকে বদলি হয়ে গৌরীপুরে যোগদান করছেন মোঃ সেলিম মিয়া। শুরুতে বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন- মইলাকান্দা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক উদয় কুমার বণিক।

উক্ত বিদায় ও বরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাজেন্দ্র দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সাবেক সহকারী পঃপঃ কর্মকর্তা (অবঃ) একেএম মেজবাহ উদ্দিন।

এছাড়াও মাওহা ইউপি পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমা বেগম, গৌরীপুর ইউপির পরিবার কল্যাণ সহকারী ফরিদা ইয়াসমিন লিপি, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ শাহজাহান মিয়া, মোঃ শাকিলুর রহমান, মাওহা ইউপির পরিদর্শক রফিকুল ইসলাম, বোকাইনগর ইউপির কল্যাণ সহকারী নুর জাহান আক্তার রনি প্রমুখ।