শেরপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শেরপুর পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দীন রাজি সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), কেন্দ্রিয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমাদের দেশে আমরাই গড়বো। বিদেশীদের প্রেসক্রিপশনে আমরা দেশ চালাতে চাই না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেশে বিদেশিদের আনাগোনা শুরু হয়েছে।

এছাড়াও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল উপজেলা নেতৃবৃন্দ ও সহশ্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।