মোঃ বেলায়েত হোসেন : শেরপুর তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ।

উদদ্বোধনী খেলায় শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ৩-১ গোলে ৮ নং ওয়ার্ডকে পরাজিত করে। ১ নং ওয়ার্ডে পক্ষে মোর্শেদ ২ গোল ও রনি ১ গোল করেন। অপরদিকে পরাজিত দলের পক্ষে একমাত্র গোল করেন রিপন।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ৯ ওয়ার্ডের ৯ টি দল নাক আউট পদ্ধতিতে খেলে বিজয়ীরা

সেমিফাইনালে খেলবে।