স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় নবম শ্রেণির ছাত্রী রাখিয়া সুলতানা রিয়া হত্যা মামলার মূল আসামী রিপন মিয়া (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

ভালুকা থানা পুলিশ শুক্রবার সকালে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে তাকে গ্রেফতার করে। রিপন টাঙ্গাইলের সফিপুর ছিলিমপুর এলাকার মানিক মিয়ার ছেলে এবং নিহত স্কুল ছাত্রী রিয়া’র স্বামী। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

পুলিশ জানায়, এক বছর আগে পারিবারিকভাবে রিপন মিয়ার সাথে রাখিয়া সুলতানা রিয়া'র বিয়ে হয়। বিয়ের ১৫ দিন পর রিপন সৌদি আরব চলে যায়। কিছু দিন পর রিয়া আর সংসার করবে না বলে জানিয়ে তার পরিবার বিয়েতে কাবিন হিসেবে নির্ধারিত আট লক্ষ টাকা দিয়ে দিতে বলে। রিয়াও রিপনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

এদিকে রিয়ার অন্য একজনের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে রিপন স্কুলের সহপাঠীদের মাধ্যমে জানতে পারে। এতে রিপন ক্ষিপ্ত হয়ে সকলের অজান্তে গত ২ অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসে এবং টাঙ্গাইলের সখিপুরে অবস্থান করে।

গত ৮ অক্টোবর ঘটনার আগের দিন সকালে ভালুকা বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের গেটে রিয়াকে অন্য একটি ছেলের সাথে দেখতে পায় রিপন। পরদিন দুপুর সোয়া বারোটার দিকে রিয়া স্কুলে যাওয়ার পথে রিপনের সাথে দেখা হওয়া মাত্র ধারালো দা দিয়ে মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। রিয়ার আর্তচিৎকার শুনে তার মা ও আশেপাশের লোকজন এসে তাৎক্ষনিকভাবে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিয়ার বাবা বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে রিপন মিয়াকে গ্রেফতার করে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।